ভিডিও

আদমদীঘিতে ডাকাতি প্রস্ততিকালে অস্ত্রসহ সাতজন গ্রেফতার

প্রকাশিত: এপ্রিল ০৪, ২০২৪, ০৮:০৮ রাত
আপডেট: এপ্রিল ০৪, ২০২৪, ০৮:০৮ রাত
আমাদেরকে ফলো করুন

আদমদীঘি/সান্তাহার (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে ডাকাতি প্রস্ততি কালে দেশিয় অস্ত্রসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার-নাটোর বাইপাস সড়কের মালশন সড়কের উঁচুব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাতুরি, খেলনা পিস্তল, চাকু, রশিসহ বিভিন্ন  দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃতরা হলো বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কইল গ্রামের আজিজুল সাখিদারের ছেলে মেহেদী হাসনি ওরফে হাসান (২০), একই এলাকার গোলাম মোস্তফার ছেলে শাহিনুর ইসলাম (২৫), সানোয়ার প্রামানিকের ছেলে শাকিল ওরফে শান্ত (২৪), কাহালু উপজেলার বড়ভাদাহার গ্রামের রহেদ আলীর ছেলে জিয়ারুল ইসলাম জিয়া, আদমদীঘিল সাঁতাহার প্রবাসিপাড়ার আনোয়ার হোসেনের খায়রুল ইসলাম জয় (২৪), অন্তহার গ্রামের তাইফুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (২৪) ও আব্দুল হাকিমের ছেলে ইসতিয়াক আহম্মেদ শিহাব (২৪)।


আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ সাংবাদিকদের জানান, গত বুধবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলা এলাকার কোন গ্রামে ডাকাতি সংঘটিত করার উদ্দশ্যে রাজু পালোয়ানের নেতৃত্বে একদল ডাকাত সান্তাহার এলাকায় সংঘবদ্ধ হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশের সদস্যরা আদমদীঘির সান্তাহার-নাটোর বাইপাস সড়কের মালশন উঁচুব্রিজ এলাকা অভিযান চালিয়ে উল্লেখিত সাতজন ডাকাত সদস্যকে গ্রেফতার করলেও ডাকাত সর্দার রাজু পালোয়ান পালিয়ে যায়।

এসময় গ্রেফতাকৃতদের নিকট থেকে একটি মোটরসাইকেল, তিনটি হাতুরি, একটি খেলনা পিস্তল, দুইটি চাকু, রশি, একটি খুর, মেবাইল ফোন ও হাসুয়াসহ দেশিয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক বকুল হোসেন বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS