আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আবারো মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এবার ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা পরিচালক এখলাস হোসেনের টিভিএস আরটিআর মোটরসাইকেল চুরি যায়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারে এ চুরির ঘটনা ঘটে। এর আগের দিন গত বুধবার বিকেলে আদমদীঘির নশরতপুর বড়বড়িয়া গ্রামে হরিবাসর অনুষ্ঠানে গিয়ে ব্যাবসায়ী জগন্নাথ মহন্তের বাজাজ সিটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে মোটরসাইকেল মালিকদের মাঝে।
ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা পরিচালক এখলাস হোসেন জানায়, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সন্ধ্যার পর আদমদীঘি উপজেলার অন্তাহার গ্রাম থেকে তার ব্যবহৃত বগুড়া-ল- ১২-১৮৮৭ নম্বরের আরটিআর ১৫০সিসি মোটরসাইকেল যোগে ছাতিয়ানগ্রাম বাজারে ডাচ বাংলা ব্যাংক অফিসের সামনে রেখে ওই ব্যাংক এজেন্ট শাখা অফিসে যান।
আধা ঘন্টা পর ফিরে দেখেন তার মোটরসাইকেলটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।