ভিডিও

বগুড়ার কাহালুতে মাদ্রাসার ছাত্রকে নৃশংস ভাবে গলা কেটে হত্যা 

প্রকাশিত: এপ্রিল ০৬, ২০২৪, ০১:৪৮ রাত
আপডেট: এপ্রিল ০৬, ২০২৪, ১২:১৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

কাহালু ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলার কাহালুতে রেদওয়ান ইসলাম(১৯) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে দুর্বৃত্তরা নৃশংস ভাবে গলা কেটে হত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ এপ্রিল) তারাবি নামাজের সময় রাত আনুমানিক ৯ টার দিকে কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাতানজো গ্রামে। রেদওয়ান ওই গ্রামের মেরাজুল ইসলামের ছেলে। সে দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরিক্ষা দিয়েছে। দুর্গাপুর - পাতানজো রাস্তার পাশে গ্রামের সন্নিকটে জমির আইলে তার গলাকাটা লাশ পাওয়া যায়।

জানা গেছে, রেদওয়ান ৮ রাকাত তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার সময় এ ঘটনাটি ঘটে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে। তার হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।

কাহালু থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখার সময় নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.ওমর আলী ঘটনা স্থলে গিয়ে তদারকি করছেন । 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS