কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রামে ঈদ উপলক্ষে সদর উপজেলার হলোখানা ইউনিয়নে দেড়শ’ ঘোড়া ও তাদের পরিচালককে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৬ এপ্রিল) সকালে ইউনিয়নের চর হেমেরকুটিতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ কেজি চাল, ১ কেজি ডাল ও ৫ কেজি ভুষি বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাংবাদিক হুমায়ুন কবির সুর্য, সদর উপজেলা ভেটেনারী সার্জন বীরেন্দ্রনাথ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।