স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের সাতমাথায় জিলা স্কুলের সামনে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে।
৭ এপ্রিল রাত সাড়ে ১১ টার টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে শিবগঞ্জের পিরব ইউনিয়নের চেয়ারম্যান এর ছেলের সাথে শাহজাহানপুর উপজেলা ছাত্রলীগের এক নেতার বিরোধ সৃষ্টি হয়।
পরে এ ঘটনা কে কেন্দ্র করে ২ গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছে। এ ব্যাপারে সদর পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম বলেন, দুপক্ষই ফাঁড়িতে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।