ভিডিও

তালিকাভুক্ত ছিনতাইকারী আটক

প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৪, ০৩:৪৫ দুপুর
আপডেট: এপ্রিল ০৮, ২০২৪, ০৩:৪৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

রাজধানীর তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী মো. সাদ্দামকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে তেজগাঁও থানার পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, মূলত সাদ্দামের টার্গেট ছিল গাড়ির জানালার পাশে বসা যাত্রীরা। তিনি প্রতিদিন একটি করে মোবাইল ফোন ছিনতাই করতেন।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে এসব তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি বলেন, গ্রেফতার সাদ্দাম তেজগাঁওয়ের তালিকাভুক্ত ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। এরমধ্যে ২টি মামলায় তার সাজাও হয়েছে। তিনি ভ্যান চালান। এই ভ্যান চালনার ফাঁকে ঢাকার বিভিন্ন ব্যস্ত সড়কে যানজটে আটকে থাকা গণপরিবহনের আশেপাশে ওত পেতে থাকেন। এরপর জানালার পাশে বসা কেউ ফোনে কথা বললে ছোঁ মেরে তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

প্রতিদিন একটি করে মোবাইল ফোন ছিনতাই করতেন সাদ্দাম। এরপর তা বিক্রি করে দেন। বাসায় ফিরে ছিনতাই করা মোবাইল ফোন বিক্রির টাকা দিলেও সবাই মনে করতেন এগুলো ভ্যান চালানোর উপার্জন।

গ্রেফতারের সময় সাদ্দামকে তল্লাশি করে তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয় বলেও জানান ওসি মোহাম্মদ মহসীন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS