মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় রাতের আঁধারে পুকুরে বিষ দিয়ে অন্তত লাখ টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার গভীর রাতে উপজেলার পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় পুকুর মালিক আব্দুল মতিন বাদি হয়ে আজ সোমবার (৮ এপ্রিল) মান্দা থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন- একই গ্রামের সোলাইমান হোসেন, হুমায়ন কবীর ও রায়হান হোসেন।
এসব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রায়হান হোসেন বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আব্দুল মতিনদের সাথে আমাদের বিরোধ চলছে। এসব বিষয় নিয়ে আদালতেও মামলা চলছে। নিজেরাই পরিকল্পিতভাবে পুকুরে বিষ দিয়ে তার দায় আমাদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।