শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুরে পরিবার ও ছেলের ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট সেবন করে পিতা আত্মহত্যা করেছে।
জানা যায়, পৌর এলাকার কাকলিয়ামারী গ্রামের মৃত নূর বক্সর ছেলে হাজী জামাল উদ্দিন গতকাল সোমবার সকালে গ্যাস ট্যাবলেট সেবন করে আত্ম হত্যা করে। নিহত জামাল উদ্দিন গতকাল রোববার রাতে থানায় তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে থানা পুলিশ তার বাড়িতে গিয়ে বিবাদ মিটিয়ে দেয়। এদিকে বিবাদ মিটিয়ে দেয়ার ১০ ঘন্টা পর সে গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করে। পুলিশ এদিন সকালে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, ধারনা করা হচ্ছে ছেলের ওপর অভিমান করে সে আত্মহত্যা করেছে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠান হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।