রংপুর জেলা প্রতিনিধি : রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং মেট্রোপলিটন কমিটির আয়োজনে আজ সোমবার (৮ এপ্রিল) বিকেলে স্থানীয় কমিউনিটি সেন্টারে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম বার, পিপিএম বার। জেলা পরিষদ চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক রংপুর মেট্রোপলিটন পুলিশ সভানেত্রী মোছাঃ নাছিমা সুলতানা।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) উত্তম কুমার পাল পিপিএম, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোঃ আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মেনহাজুল আলম পিপিএম-সেবা, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন টিটো, শিক্ষাবিদ প্রফেসর শাহআলম, বাজুস জেলা সভাপতি লায়ন এনামুল হক সোহেল প্রমুখ। পরে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।