স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২৭০ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কারসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাত পোনে ১১ টার দিকে সদর থানার পুলিশ শহরের নামাজগড় চাচা পাগলার মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি নীল রং এর প্রাইভেট কার (ঢাকা- মেট্রো-গ- ১৭-৯৮৩৯) আটক করে এতে তল্লাশি চালানো হয়। এ সময় কারের মধ্যে একটি বস্তায় রাখা ২৭০ বোতল ফেনসিডিলসহ ২ কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, নীলফামারির গারাগ্রামের সুমন সরকার (৩৭) ও একই জেলার খামারপাড়ার রওশন আলী (৪২)। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।