বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান আরিফের উদ্যেগে ১২শ’ পরিবারের মাঝে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। আজ সোমবার (৮ এপ্রিল) সকালে শহরের সিটি বালিকা স্কুল মাঠে ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
ঈদ সামগ্রী বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর আরিফুল রহমান আরিফ। এ সময় প্রধান অতিথি বলেন, আরিফ কোন সরকারি অনুদান নয় ব্যক্তিগত তহবিল থেকে ঈদ সামগ্রী বিতরণ করছে। আরিফের মত সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। অস্বচ্ছলদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. জাকির হোসেন নবাব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, সিটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন মুকুল, বিআরটিসি শপিং কমপ্লেক্র মালিক সমিতির সভাপতি আসাদুল হক কাজল, মহিলা আওয়ামীলীগ নেত্রী বিলাসী রানী সরকার, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল জব্বার লয়া, সাধারণ সম্পাদক সাইদুর রহমান মার্কনী, আব্দুর রহমান বাদল, মুরাদুজ্জামান খান মুরাদ, এড. পারভেজ, আজিজুল শেখ, আসাদুজ্জামান রিমন, মাহবুব আলম স্বাধীন, মাসুদ, কনক, সাব্বির, সবুজ, সজিব, হযরত, আকাশ, মেহেদী,সোহান, তারেক, মিনহাজ ও অফিস সহকারি সৌরব প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।