মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে শেষ মুহুর্তে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পোশাক, জুতা ও মুদি দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। গতকাল রোববার উপজেলা সদর বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
ঈদের আনন্দ মানেই নতুন পোশাক। বড়দের না হলেও ছোটদের পোশাক চাই। একারণে পোশাকের দোকানে বড়দের তুলনায় ছোটদের পোশাক বেশি বেচা কেনা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। তবে দাম বেশি হওয়ায় ক্রেতারা দর কষাকষি করে এ দোকান ও দোকান ঘুরে কেনাকাটা করছেন। পোশাকের পাশাপাশি জুতা ও মুদির দোকানে ভিড় লক্ষ্য করা গেছে।
মুদির দোকানে সেমাই লাচ্ছা, সুগন্ধি চাল, তেল, চিনি, গুঁড়োদুধ, আতর, সাবান বেচাকেনা বেড়েছে। সবজি বাজারেও ঈদের প্রভাব পড়েছে। পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে। প্রতি কেজিতে ৪০টাকা বাড়ানো হয়েছে। প্রসাধনীর দোকানেও বেচাকেনা জমেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।