কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে দিনাজপুরগামী আন্তঃনগর ট্রেনের নীচ কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সের এক অজ্ঞাতনামা ব্যক্তি মারা গেছে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপর পৌনে ১২ দিকে কাহালু রেলওয়ে স্টেশনের ১ কিলোমিটার পূর্বে উলট্ট পূর্বপাড়া গ্রামের পৌর মেয়ের আব্দুল মান্নানের বাড়ির উত্তর পাশে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তঃনগর দোলন চাঁপা নামের ট্রেনটি কাহালু রেল স্টেশন অতিক্রম করায় সময় এ দূর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির দেহ রেললাইনের মাঝে এবং তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে একটু দুরে রেললাইনের পাশে পড়ে ছিল । এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় মিলেনি এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেনি। তবে মৃত ব্যক্তির পাশে সাদা রঙের একটি মোবাইল ফোন পড়ে ছিল।
চলন্ত ট্রেনের ছাদের উপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।