ভিডিও

সান্তাহার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দীনের ইন্তেকাল

প্রকাশিত: এপ্রিল ০৯, ২০২৪, ০৫:০০ বিকাল
আপডেট: এপ্রিল ০৯, ২০২৪, ০৮:২৫ রাত
আমাদেরকে ফলো করুন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার চা বাগান এলাকার বাসিন্দা সান্তাহার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সান্তাহার নাগরিক কমিটির সভাপতি মোসলেম উদ্দীন আহম্মেদ আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় বগুড়ার টিএমএসএস মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ---রাজিউন)

তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেলেন। 

বাদ যোহর সান্তাহার দারুল উলম মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম এবং বাদ আসর নিজ গ্রাম আদমদীঘির তারাপুর গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে আদমদীঘির উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS