বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:নাটারের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের দেওয়া ঈদ উপহার পেয়ে মহাখুশি উপজেলার সালাইনগর আশ্রয়ণ প্রকল্পের ৪০ টি পরিবার। উপহার পেয়ে হাসির আলো ছড়িয়েছে আশ্রয়ণ প্রকল্পে। বুধবার বেলা ১১ টার দিকে এসব উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমিন। উপহার সামগ্রীর প্যাকেটে ছিল পোলাওয়ের চাল, সেমাই, চিনি ও দুধের প্যাকেট।ঈদ উপহার পাওয়া এক নারী বলেন, অসুস্থ থাকায় কিছুদিন আয় রোজগার নেই। চিনি-সেমাই কেনার মতো সামর্থ্য ছিল না।
এর মধ্যে ইউএনও স্যারের দেওয়া উপহার পেলাম। এই ঈদ উপহার পেয়ে এখন বাচ্চাকাচ্চা নিয়ে খেতে পারব।
সেখানকার বাসিন্দারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন।উল্লেখ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় উপজেলার সালাইনগরে পুরাতন জরাজীর্ণ সিআইসিট ব্যারাকের স্থানে সেমি পাকা একক গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ৪০টি একক গৃহ নির্মাণ করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।