স্টাফ রিপোর্টার, বগুড়া শহরের উপকণ্ঠে গণ্ডগ্রামে সারিয়াকান্দি পাড়ায় আপেল মাহমুদ নামে ১৮ বছর বয়সি এক যুবককে এলোপাথারিভাবে ছুরিকাঘাত করা হয়েছে।
মুমূর্ষ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটাপূর্ণ। জীবন মৃত্যুর সন্ধিক্ষনে সে।
আজ ১২ এপ্রিল রাত বারোটার দিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তবে মেডিকেল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিলাদুন্নবী বলেছেন, মৃত্যুর খবর সঠিক নয়।
তিনি রাত সাড়ে বারোটার দিকে আহত আপেল মাহমুদকে হাসপাতালে দেখে এসেছেন। তিনি বলেন, মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ গত ১১ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে তাকে এলোপাথারিভাবে ছুরিকাঘাত করে। তার পেটে পিঠে কাঁধে ও পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজজনক।
আহত আপেল মাহমুদ বগুড়া শাহজাহানপুর উপজেলার গন্ডগ্রাম সারিয়াকান্দি পাড়ার বাসিন্দা
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।