ভিডিও

 পদ্মায় গোসলে নেমে দুই ভায়রার মৃত্যু, একজনের ছেলে নিখোঁজ

 পদ্মায় গোসলে নেমে দুই ভায়রার মৃত্যু, একজনের ছেলে নিখোঁজ

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ১১:০১ দুপুর
আপডেট: এপ্রিল ১৩, ২০২৪, ০১:৪১ দুপুর
আমাদেরকে ফলো করুন

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পদ্মার শাখা নদীতে গোসলে নেমে দুই ভায়রার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের একজনের ছেলে নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী রিয়াদ আহমেদ রাজু ও ব্যাংকার জুয়েল রানা। নিখোঁজ রয়েছেন নিহত রাজুর ছেলে রিয়াদ রামিন আরিদ।

শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার দিঘিরপাড় বাজার সংলগ্ন পদ্মার শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে জুয়েল ও রাজুর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে রিয়াদের খোঁজে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ কাজ করছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ঈদে ঢাকার মোহাম্মদপুর থেকে উপজেলার বেশনাল গ্রামে আত্মীয় ইকবাল মোল্লার বাড়িতে বেড়াতে এসেছিলেন তারা।

শুক্রবার বিকেলে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের ধানকোড়া এলাকায় পদ্মার শাখা নদীতে প্রায় ৩০ থেকে ৩৫ জন মিলে ইঞ্জিনচালিত ট্রলারযোগে পদ্মা নদীতে ঘুরতে বের হন। এ সময় ট্রলার থামিয়ে কয়েকজন গোসল করতে নামেন। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় অনেকেই তীরে আসতে পারলেও তিনজন নিখোঁজ হন।

খবর পেয়ে মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিস এবং নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে চেষ্টা চালায়।
টঙ্গীবাড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পৌঁছাই। দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন তাদের শনাক্ত করেছে। অপর নিখোঁজের সন্ধানে অভিযান চলছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS