মফস্বল ডেস্ক : বিয়েতে দাওয়াত না পেয়ে কনের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। পরে এ ঘটনায় মামলা হলে একজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (১৩ এপ্রিল) রাত ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, অসচ্ছল হওয়ায় ছোট পরিসরে এক তরুণীর বিয়ে আয়োজন করেন চাচাতো ভাই সৈয়দ তাজুল ইসলাম। বিয়েতে স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন ও তার লোকজনকে দাওয়াত দিতে পারেননি মেয়ে পক্ষ। এতে ক্ষুব্ধ হন ইউপি সদস্য ও তার লোকজন।
শনিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে নাসির উদ্দিন ও তার লোকজন কনের বাড়িতে গিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। নষ্ট করা হয় মেহমানদের জন্য তৈরি খাবার। অনুষ্ঠানে অংশগ্রহণকারী পিন্টু সরদার নামের এক ব্যক্তির একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়। এ ঘটনায় রোববার বিকেল সৈয়দ তাজুল ইসলামের ছোট ভাই সৈয়দ সাব্বির হোসাইন বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে অভিযান চালিয়ে আব্দুর রহমান খাঁ নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ।
ভুক্তভোগী সৈয়দ তাজুল ইসলাম বলেন, আমার চাচা আর্থিকভাবে অসচ্ছল ও অসুস্থ।
তাই আমি নিজে দায়িত্ব নিয়ে ছোট পরিসরে বোনের বিয়ের আয়োজন করি। অনুষ্ঠানে অনেক আত্মীয়কেও দাওয়াত দেওয়া সম্ভব হয়নি। মেম্বার নাসির বেপারী ও তার লোকজনকে দাওয়াত দেইনি বলে আমাদের অনুষ্ঠান নষ্ট করতে হামলা ও লুটপাট চালায়।
মামলার বাদী সৈয়দ সাব্বির হোসাইন বলেন, হঠাৎ করে মেম্বার ও তার লোকজন বাড়িতে ঢুকে ককটেল ফাটায়। ঘরে ঢুকে জিনিসপত্র ভাঙচুর করে ও মালামাল লুটপাট করে। যাওয়ার সময় মেহমানের জন্য আনা গরুর মাংস মাটিতে ফেলে নষ্ট করে দেয়।
তবে ঘটনা অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। তবে তাজুল ইসলাম তার চাচাতো বোনের বিয়েতে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে দাওয়াত দেয়নি বলে বোঝানোর চেষ্টা করেছি।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, কনের পরিবার আর্থিকভাবে একটু অসচ্ছল। বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ইউপি সদস্য ও তার লোকজন বিয়ে বাড়িতে ভাঙচুর চালিয়ে ক্ষয়ক্ষতি করেছে। এ ঘটনায় থানায় মামলা হলে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।