ভিডিও

দুপচাঁচিয়ায় সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেফতার ৬

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৪, ০৭:৫০ বিকাল
আপডেট: এপ্রিল ১৬, ২০২৪, ০৭:৫০ বিকাল
আমাদেরকে ফলো করুন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ছয়জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ঘটনার দিন গতকাল সোমবার সকালে তথ্য প্রযুক্তির মাধ্যমে দুপচাঁচিয়া থানা পুলিশ ফরিদপুর জেলা থেকে বিশেষ ক্ষমতা আইনে চার বছর সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি উপজেলার ধাপ সুখানগাড়ি গ্রামের মৃত মুছার ছেলে রাশেদ এবং চেক জালিয়াতির প্রতারণা মামলায় এক বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি জয়পুরপাড়ার মৃত ইমান আলীর ছেলে শাকিব ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল জলিলকে কাহালু এলাকা থেকে গ্রেফতার করে।

এছাড়াও চুরি মামলায় বগুড়া বাদুরতলা ডালপট্টি এলাকার মৃত ওসমান পশারীর ছেলে আজিজুল হক (৪০) ও উপজেলার বড়ধাপ এলাকার আব্দুস সামাদ সাখিদারের ছেলে মাজহারুল ইসলাম ওরফে মাসুদ রানাকে (৩৩) গ্রেফতার করে। পৃথক মাছ চুরি মামলার আসামি কঞ্চিগাড়ি গ্রামের মৃত আবেদ আলী প্রামানিকের ছেলে শফির উদ্দীন প্রামানিককে (৬০) গ্রেফতার করা হয়।

এছাড়াও গ্রেফতারী পরোয়ানামূলে বাজারদীঘি হাটসাজাপুর গ্রামের মৃত রমজান ফকিরের ছেলে হেলাল ফকিরকে গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS