নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে যৌতুক ও স্ত্রীকে নির্যাতন মামলায় ওয়ারেন্টমূলে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) তাদেরকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলো-পৌরসভার নামুইট মহল্লার জয়নাল আবেদীনের ছেলে জাহাঙ্গীর আলম ও উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংড়া খালাস গ্রামের আব্দুল মজিদের ছেলে বাদল হোসেন।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে ২০২৩ সালে বগুড়ার আদালতে যৌতুক আইনে মামলা হয়। বাদল হোসেনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের ব্যাপারে ২০২১ সালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার মামলা রয়েছে।
দুই মামলার দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন দুই আদালত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।