উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার ফুলজোর নদীতে গোসল করতে নেমে হোসেন আলী (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর গ্রামের তরুণ আলীর ছেলে এবং রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, দুপুরে হোসেন ৪/৫ জন বন্ধুকে নিয়ে রামকান্তপুর খেয়া ঘাটের পাশে গোসল করতে নেমে পানিতে ডুব দিয়ে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে পানিতে নেমে খোঁজাখুঁজি করে হোসেনের মরদেহ উদ্ধার করেন।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হোসেনের মরদেহ তার পরিবারে হাতে তুলে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।