মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বজ্রপাতে একজন পুরুষ ও একজন নারী মারা গেছে। মঙ্গলবার বিকেলে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সুতার কান্দি এলাকার আকবার ঢালীর স্ত্রী শারমিন বেগম(৩০) ও বাশকান্দি ইউনিয়নের বাওর কান্দি এলাকার জেলাল মুন্সির ছেলে রাসেল ওরফে রাসেদ(৩০)। বিকেলে রাসেদ নিজ পাটের জমিতে কাজ করতে ছিলেন এ সময় বজ্রপাত হলে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মিবচর থানা অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান, বজ্রপাতে ২জন মারা গেছেন আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে আছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।