পীরগাছা (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছায় ৩৫ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু ভাতিপাড়া গ্রামের আব্দুস সালামের বাড়ি থেকে ৩৫ কেজি গাঁজাসহ প্রথমে ২ জনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আজ শুক্রবার (১৯ এপ্রিল) সকালে পুনরায় ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি পালসার মোটরসাইকেলসহ আরও ২ জনকে গ্রেফতার করে পীরগাছা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ওই গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. সাব্বির আহমেদ জয় ওরফে আব্দুস সালাম (৪০), মো. হোসেন আলীর ছেলে শাজাহান মিয়া (৩৬) এবং অপর দু’জন কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের মো. খায়রুল ইসলামের ছেলে সবুজ মিয়া (২০), খড়াবাড়ি গ্রামের জিয়াউল হকের ছেলে একরামুল হক (২৪)। পরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।