ভিডিও

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ দুইজন নিহত

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৪, ০৯:১২ রাত
আপডেট: এপ্রিল ১৯, ২০২৪, ০৯:১২ রাত
আমাদেরকে ফলো করুন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূসহ দুইজন নিহত এবং এক ইউপি চেয়ারম্যান গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর-ফুলবাড়ী মহাসড়ক ধরে উপজেলার হরিরামপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম সোহাগকে নিয়ে মোটরসাইকেল চালক বদরুল আলম বকুল (২২) বাড়িতে যাবার সময় মধ্যপাড়া পাথরখনির কাছে শালবাগান নামক স্থানে একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বকুল নিহত হয় এবং চেয়ারম্যানকে গুরুতর আহতাবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, গতকাল বৃহস্পতিবার রাতে গোল বানু (২২) নামে এক গৃহবধূ বাবার বাড়ি দরগাপাড়া গ্রাম থেকে স্বামীর বাড়িতে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা একটি নাইটকোচ ভ্যানকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মৃত্যুবরণ করে। ঘটনাটি ঘটে পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের এরশাদনগর এলাকায়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS