স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের বৃহত্তর নিউ মার্কেটের সমির উদ্দিন মার্কেটে স্বর্ণের দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতের যেকোন সময় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে শতাধিক ভরি সোনা চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।
জানা গেছে, বগুড়ার বৃহত্তর নিউ মার্কেটের সমির উদ্দিন মার্কেটে আল তৌফিক জুয়েলার্সে গত বৃহস্পতিবার সারাদিনের বেচাকেনা শেষ করে যাথারীতি দোকান বন্ধ করে চলে যায়।
আজ শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জুয়েলার্সের ম্যানেজার নুরুল ইসলাম তালুকদার দোকান খুলতে এসে দেখতে পান দোকানের শার্টার নিচের অংশ খোলা। পরে তিনি মালিককে ফোন দিয়ে ঘটনাটি জানান। মালিক পক্ষ এসে চুরির বিষয়টি দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।