রংপুর জেলা প্রতিনিধি : সকাল থেকেই আবহাওয়া অনুকূলে। রোদেলা দুপুরেও সহনীয় তাপমাত্রা। এমন ঝলমলে পরিবেশে ঈদ শেষ হলেও ছুটির দিনে আনন্দে মেতেছে শিশু-কিশোররা। বাদ পড়েনি তরুণ-তরুণী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সবাই ঘুরছেন বিনোদন কেন্দ্র জুড়ে। গতকাল শনিবার সকাল থেকেই রংপুরের বিভিন্ন দর্শনীয় স্থান, বিনোদন কেন্দ্র ও পার্কগুলোতে শিশু-কিশোরদের চোখে পড়ার মতো উপস্থিতি দেখা গেছে। ওদের অনেকেই ঘুরছে বাবা-মা, দাদা-দাদি, নানা-নানির হাত ধরে। সববয়সী মানুষের সরব উপস্থিতিতে বিনোদন কেন্দ্রগুলো এখন লোকে লোকারণ্য।
রংপুর চিড়িয়াখানাসহ বিনোদনপ্রেমী মানুষেরা ভিড় করছেন তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর, সিটি চিকলি বিনোদন পার্ক, প্রয়াস সেনাপার্ক, চিকলি ওয়াটার পার্ক ও রূপকথা থিম পার্কেও। মানুষের আনন্দ-উচ্ছ্বাসে তাজহাট জামিদার বাড়িও রঙিন হয়ে উঠেছে। খোলামেলা সবুজে ঘেরা নান্দনিক পরিবেশে সেখানকার জাদুঘরে ঘুরতে এসেছেন অনেকেই। শিশু-কিশোরসহ বন্ধুরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে সেখানে।
রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. মো. আমবার আলী তালুকদার জানান, চিড়িয়াখানাসহ রংপুরের সকল বিনোদন কেন্দ্রে ঈদের পরেও দর্শনার্থীদের ঢল চলমান রয়েছে। এখনও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় আনন্দের আমেজ শেষ হয়নি।
এখানে শিশু-কিশোরাসহ সব বয়সী মানুষ স্বস্তির সাথে চিড়িয়াখানাসহ বিভিন্ন পার্কে ঘুরতে বেড়িয়েছেন। প্রতিটি বিনোদন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।