নাটোর প্রতিনিধি : নাটোর শহরের দত্তপাড়া বিসিক এলাকায় ২টি ট্রাক এবং ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে দিপু (৩০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে নাটোর সদর উপজেলার দত্তপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দিপু যশোরের বড় হয়বতপুর গ্রামের বাসিন্দা। আহত রাজিয়া (৪০), জাহানারা (৫০) ও আব্দুল্লাহ (২৫) সবাই নাটোর সদর উপজেলার দিয়ার সাতুরিয়া গ্রামের বাসিন্দা।
তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন বলে জানান, ফায়ার সার্ভিসের লিডার শাহাদৎ হোসেন। নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।