স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বোর্ডবাজারে একটি সমবায় সমিতির শো’রুমে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। গত রাত পৌনে আটটার দিকে তেলিহারা একতা সমবায় সমিতির অঙ্গ প্রতিষ্ঠান প্রাইম প্লাস নামের ওই শো রুমে আগুন লাগে।
টিভি, ফ্রিজ, খাট-সোফাসহ বিভিন্ন ইলেকট্রনিক ও আসবাবপত্র আগুনে পুড়ে যায়। এর পরপরই স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে আধাঘন্টা পর বগুড়া ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
এদিকে ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মেহেদী হাসান বলেছেন শো’রুমটিতে প্রায় ৪০ লাখ টাকার পণ্য ছিল, যা সমিতির সদস্যদের মাঝে কিস্তিতে বিক্রি হয়ে থাকে। আগুন লেগে সব পণ্যই পুড়ে গেছে। উল্লেখ্য এই আগুনে পাশের একটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।