ভিডিও

বগুড়ায় ট্রেনে কেটে যাত্রীর মৃত্যু(ভিডিওসহ) 

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ১২:০৩ দুপুর
আপডেট: এপ্রিল ২৫, ২০২৪, ১২:৪৭ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বগুড়া রেলস্টেশনের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে এক যাত্রী নিহত হয়েছে। আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। 

বগুড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাজেদুর রহমান জানান, বোনারপাড়া থেকে সান্তাহারগামী ৪৯২ নম্বর ডাউন কলেজ ট্রেনটি বগুড়া স্টেশন ছাড়ার পরে ট্রেনের নিচে কাটা পড়ে এক যাত্রী নিহত হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।  

জি,আর,পির ইনচার্জ এস,আই খায়রুল ইসলাম জানান,  ওই যাত্রী ট্রেনের নিচে  কাটা  পরে মারা যান। তার দেহ ১০/১২ টি টুকরো  হয়ে যায়। তার  খন্ডিত দেহটি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের কাছে রেলের ২১ নম্বর গেট থেকে উদ্ধার করা হয়েছে। ট্রেন থেকে পড়ে তিনি কাটা পড়েন।   তার দেহের অংশগুলো উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ৪০-৪৫ বছর হবে। ময়না তদন্তের জন্য তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মরগে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS