ভিডিও

নাটোরের দুই রোগীর চোখে ভুল অপারেশনের অভিযোগে হাসপাতাল বন্ধ ঘোষণা

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৪, ০৭:৫২ বিকাল
আপডেট: এপ্রিল ২৪, ২০২৪, ০৭:৫২ বিকাল
আমাদেরকে ফলো করুন

নাটোর প্রতিনিধি : নাটোরে দুই রোগীর চোখে ভুল অপারেশনের অভিযোগে মদিনা চক্ষু হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতাল বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকায় অবস্থিত মদিনা চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. আরিফ উর রহমান গত সপ্তাহে সাদিমন বেগম (৬৫) ও খদেজা বেগম (৭০) নামে ২ নারীর চোখের ছানি অপারেশন করেন।

আজ বুধবার (২৪ এপ্রিল) সকালে চোখের ব্যান্ডেজ খোলার পর তাদের অপারেশন করা চোখে দেখতে না পাওয়ায় চিৎকার শুরু করে। এ নিয়ে স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের উত্তেজনা শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান রোগী খালি করে বিকেলের মধ্যেই হাসপাতালটি বন্ধ করার নির্দেশ দেন। একই সাথে অপারেশন করা দুই নারীর পরীক্ষা নিরীক্ষার কথা জানান।

অপারেশন করা চিকিৎসক ডা. আরিফ জানান এ বয়সে চোখ অপারেশন করলে এ ধরনের সমস্যা হয়ে থাকে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS