শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ফসলি মাঠে কাজ করতে গিয়ে আব্দুস সালাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। জানা গেছে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৪ এপ্রিল) (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামে এই ঘটনা ঘটে। সালাম ওই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।
সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ জানান, প্রচন্ড গরমের মাঝেই সে বাড়ির পাশে জমিতে ঘাস পরিস্কারের কাজ করছিল। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।