স্টাফ রিপোর্টার : র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার সদস্যরা শহরের উপকন্ঠে মাটিডালি এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ জুয়েল (৩৪) কে গ্রেফতার করেছে।
র্যাব সূত্র জানায়, পাঁচবিবি থানার ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ খ (১) (খ) এর মামলার ওয়ারেন্ট ছিল। আদালতে ওই মামলার রায়ে জুয়েলের যাবজ্জীবন সাজা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ৩ টার দিকে মাটিডালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জুয়েল দিনাজপুরের হাকিমপুরের মধ্যবাসুদেবপুর মাঠপাড়ার মোঃ আব্দুল গফুরের ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।