ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে অঞ্জন কুমার সাহা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ এপ্রিল) ভোরে ঈশ্বরদী রেলগেটের দক্ষিণ ইয়ার্ডে রেললাইনে কাটা পড়ে বলে জানা গেছে। নিহত অঞ্জন সাহা ঈশ্বরদী পৌরসভার পিয়ারাখালী জামতলা এলাকার অনন্ত কুমার সাহার ছেলে।
এলাকাবাসী জানান, অঞ্জন বেশ কয়েকবছর ধরে প্রবাসে ছিলেন। গত সপ্তাহে তিনি সিঙ্গাপুর থেকে দেশে আসেন। তবে শারীরিক ও মানুষিকভাবে তিনি সুস্থ ছিলেন না বলেও জানান তারা। ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কি কারণে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে জানা না গেলেও ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।