সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন। রেলস্টেশনের প্লাটফর্মে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন ট্রেন যাত্রীরা। আর ট্রেন যাত্রীদের মাঝে শরবত ও পানি বিতরণ করছেন বগুড়ার সান্তাহারের সমাজসেবী আজিজুর হক রাজা।
প্লাটফর্মে অপেক্ষামান ট্রেন যাত্রী, পথশিশু, কুলি, দিনমজুর ও পথচারীদের মাঝে শরবত পান করাচ্ছেন তিনি। আজ রোববার (২৮ এপ্রিল) দেখা যায়, প্লাটফর্মে অবস্থানরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এই ঠান্ডা শরবত বিতরণ করেছেন আজিজুল হক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।