মফস্বল ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২৫) এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (২৯ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সেলিম জানান, রোববার রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেললাইনের ওপর বসে ছিলেন ওই যুবক। এমন সময় কমলাপুরগামী একটি ট্রেন তার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই কাটা পড়ে বিচ্ছিন্ন হয় তার দুই পা। দুর্ঘটনার পরই তাকে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করানো হয়। আশপাশের কেউ তার নাম-পরিচয় জানাতে পারেনি।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন ওই যুবক ভোরে মারা গেছেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।