ভিডিও

সিগারেট বাকিতে না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০৮:২২ রাত
আপডেট: এপ্রিল ৩০, ২০২৪, ০৮:২২ রাত
আমাদেরকে ফলো করুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে চিফস ও সিগারেট বাকি না দেওয়ায় মোশারফ মোল্লা (৫৫) নামে এক মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ রুবেলকে রাতেই আটক করেছে পুলিশ। 
রুবেল মুন্সিগঞ্জ মিরকাদিম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সোহেলের ছোট ভাই বলে জানা গেছে।  
নিহত মোশারফ মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকার মৃত নবু মোল্লার ছেলে। 
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গত রাতেও মোশারফ দোকানে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে রুবেল তাকে ডেকে তুলে চিফস ও সিগারেট বাকি চায়। দিতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে রুবেল তাকে দোকান থেকে টেনেহিঁচড়ে বের করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা মোশারফকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কালাম প্রধান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মোশারফের মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। 
নিহতের ছোট ভাই হানিফ মোল্লা বলেন, ‘এই ঘটনার পাঁচ মাস আগে বাকি না দেওয়ায় রুবেল আমার বড় ভাইকে মারধর করে। তার বড় ভাই কাউন্সিলর সোহেলের প্রভাব খাটিয়ে মানুষকে মারধর করে সে। আমার ভাইকে সে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে। আমার ভাইয়ের হত্যাকারী রুবেলের সর্বোচ্চ বিচারের দাবি করছি।’
এ বিষয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান জানান, চিফস বাকি না দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত রুবেল মোশারফকে ছুরিকাঘাতে হত্যা করে বলে জানা গেছে। রাতেই অভিযুক্তকে আটক করা হয়েছে। তার সঙ্গে থাকা রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS