ভিডিও

কমলাপুর রেলস্টেশন থেকে মরদেহ উদ্ধার

প্রকাশিত: মে ০১, ২০২৪, ১০:০০ রাত
আপডেট: মে ০১, ২০২৪, ১০:০০ রাত
আমাদেরকে ফলো করুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে মোশারফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ মে) এ তথ্য নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রহিমা আক্তার জানান, মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের একটি ট্রেনে করে কমলাপুর আসেন ওই ব্যক্তি।

এরপর ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি জায়গায় অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে সেখানেই মারা যান তিনি।

তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। সিআইডির ফরেনসিক টিম ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার পরিচয় শনাক্ত করেন। এরপর স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। তার নাম মোশাররফ হোসেন। বাবার নাম জয়বুদ্দিন। বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। বর্তমানে চট্টগ্রামে একটি সিকিউরিটি ফার্মে চাকরি করতেন তিনি। হয়তো অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS