রাজধানীর জিগাতলার একটি ভবনে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় পড়ে গিয়ে মো. ইব্রাহিম মিয়া (৬০) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
ওই ভবনের আরেক নিরাপত্তাকর্মী রবিউল বলেন, ‘আমরা দুজনেই নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করি। আজ সকালের দিকে দোতলার সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় হঠাৎ ইব্রাহিম মাথা ঘুরে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত ইব্রাহিমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্যামাপুর গ্রামে। বর্তমানে তিনি জিগাতলার ওই ভবনেরই নিরাপত্তাকর্মী ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।