দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার এসআই ও তদন্তকারী অফিসার রেজাউল করিম জানান, গত বুধবার (২৪ এপ্রিল) পার্বতীপুর থানাধীন হ্যাচারি মোড় রাস্তায় এই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে একই থানাধীন মোকলেসপুর গ্রামের মইজুদ্দিনের ছেলে মাহবুব রহমান স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় পার্বতীপুর থানা কমপ্লেক্সে ভর্তি করায়।
অবস্থার অবনতি ঘটলে থানা কমপ্লেক্স উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাত ১০টা ১৫ মিনিটে সে মারা যায়।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ বলছে, এই ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত মৃত ব্যক্তির পরিবারের সন্ধান করছে পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।