ভিডিও

গোদাগাড়ীতে র‌্যাবের অভিযানে ১২০৫ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: মে ০৫, ২০২৪, ০৭:০৭ বিকাল
আপডেট: মে ০৫, ২০২৪, ০৭:০৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প সদস্যদের অভিযানে ১ হাজার ২০৫ লিটার চোলাই মদসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুর সোয়া ২টায় চান্দলাই খড়িবোনা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরি, বিক্রি ও সংরক্ষণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ওই গ্রামের মৃত ঘেরুনাথ বর্মনের ছেলে বনমালী বর্মন (৬৫), মলিন মন্ডলের ছেলে জগাই মন্ডল (৩০) ও মৃত সুশেন মন্ডার ছেলে গনেশ মন্ডা (৬০)।

আজ রোববার (৫ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মদ প্রস্তুতকালে বিভিন্ন উপকরণসহ তাদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS