মাদারীপুর প্রতিনিধি : গরু আনতে গিয়ে বজ্রপাতে জসিম হাওলাদার (৪০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামার পোল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জসিম হাওলাদার মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামার পোল এলাকার হান্নান হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বাড়ির পাশেই গরু আনতে যান জসিম হাওলাদার। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, বজ্রপাতে জসিম নামে একজন মারা গেছেন। এই ঘটনায় আমরা মঙ্গলবার নিহতের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করবো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।