হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে কামাল হোসেন রাজ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ২২ হাজার ২৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ পেয়েছেন ১৯ হাজার ৩৭৮ ভোট। এছাড়াও আনারস প্রতীকে আমিনুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২৪২ ভোট।
আজ বুধবার (৮ মে) সন্ধ্যা ৭টায় হাকিমপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শিমুল সরকার বেসরকারিভাবে এই ঘোষণা দেন। এই উপজেলায় মোট ভোটার ৮০ হাজার ৩৩৬ জন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।