ভিডিও

শ্রীপুরে রেলসেতু পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: মে ১২, ২০২৪, ০৮:১০ রাত
আপডেট: মে ১২, ২০২৪, ০৮:১০ রাত
আমাদেরকে ফলো করুন

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। কাওরাইদ রেলস্টেশনের সুতিয়া নদীর ওপর কাওরাইদ-গয়েশপুর রেলসেতু হেঁটে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

রোববার (১২ মে) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কাওরাইদ রেলস্টেশনের মাস্টার এএসএম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দুর্ঘটনার পরপরই একজনের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন। অপরজনের মরদেহ ঘটনাস্থলের পাশে পড়ে রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ট্রেনটি ছেড়ে আসে। বিকেল ৫টার দিকে কাওরাইদ স্টেশন এলাকা পার হচ্ছিল। এসময় কাওরাইদ-গয়েশপুর রেলসেতু হেঁটে পার হচ্ছিলেন দুই বৃদ্ধ। সেতুতে ওঠার পর তাদের ধাক্কা দেয় ট্রেন। এতে কাওরাইদ-গয়েশপুর সেতু থেকে সুতিয়া নদীর নিচে শুকনা জায়গায় পড়ে ঘটনাস্থলেই তারা মারা যান।

 
 

স্টেশন মাস্টার রফিকুল ইসলাম বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানানো হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS