রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে পরিবার দু’টি খোলা আকাশের নিচে বাস করছে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, গতকাল রোববার রাত আড়াইটায় উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ন গ্রামের বাছির উদ্দিনের ছেলে মকবুল হোসেনের বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পায় বাড়ির লোকজন। তাদের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। এরমধ্যে তার ভাই নুর ইসলামের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ১০হাজার টাকাসহ বাড়ি দু’টির ৪টি টিনের ঘর, আসবাবপত্র, ধান-চাল পুড়ে যায়। কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।