গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শেষ হলো রাজা বিরাটের ঐতিহ্যবাহী যাত্রীমেলা। প্রতি বছর বৈশাখ মাসের প্রথম রোববার শুরু হয় এই মেলা। এরপর মাসজুড়ে প্রতি রোববার বসে এই তীর্থযাত্রী মেলা।
হিন্দু সম্প্রদায়ের স্থানীয় বাসিন্দারা জানান, রাজাবিরাট মেলার প্রধান বৈশিষ্ট্য আগত তীর্থ যাত্রীরা পাপ মোচনের জন্য আলু-করলা সিদ্ধ দিয়ে হবিষ্যি অন্ন ভক্ষণ করা। কথিত আছে পৌরাণিক কাহিণীর পঞ্চপান্ডব মৎস্য দেশের রাজধানী রাজাবিরাটে অজ্ঞাতবাসের সময় তারা নিজেদের পাপমুক্ত করতে আলু-করলা সিদ্ধ করে হবিষ্যি অন্ন ভক্ষণ করতেন।
সেই থেকে এই মেলায় আগত দূরদূরান্ত থেকে আসা হিন্দু সম্প্রদায়ের তীর্থ যাত্রীরা নিজেদের কল্যাণ কামনা করে এবং প্রয়াত পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার শান্তির জন্য হবিষ্যি অন্ন ভক্ষণ করে আসছেন। প্রচলন আছে, যে হাঁড়িতে হবিষ্যি অন্ন রান্না করা হয় খাওয়া শেষে সেই হাঁড়ি চুলার পাশেই ভেঙে ফেলে হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।