মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জের সিঙ্গাইরে এসএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ায় জান্নাতুল আক্তার নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের গোলাই জামশা গ্রামে এ ঘটনা ঘটে।
জান্নাতুল আক্তার ওই এলাকার জিন্দার আলীর মেয়ে এবং উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতুল নবগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেয়। গত রোববার ফল প্রকাশিত হয়। এতে সে পরীক্ষায় পাস করলেও তার মনমতো ফল না হওয়ায় অভিমান করে থাকে। প্রতিদিনের মতো খাবার খেয়ে তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন ডাকতে থাকে, কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।