ভিডিও

গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

প্রকাশিত: মে ১৫, ২০২৪, ১২:২৩ দুপুর
আপডেট: মে ১৫, ২০২৪, ১২:২৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : গোপালগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (১৪ মে) রাতে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসিকুর ভূঁইয়া (২৭) গোপালগঞ্জ সদর উপজেলা চন্দ্রদিঘলিয়া গ্রামের জলিল ভূঁইয়ার ছেলে। তিনি চন্দ্রদিঘলিয়া বাজারে চা বিক্রেতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী বিএম লিয়াকত আলীর সমর্থক ছিলেন ওসিকুর। হামলাকারীরা বিজয়ী প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থক ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, বিএম লিয়াকত আলীর সমর্থক ওই গ্রামের জাকির বিশ্বাসের ছেলে পরশ বিশ্বাস সন্ধ্যার পর চন্দ্রদিঘলিয়া ভূঁইয়াপাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ধূমপান করছিলেন। এ সময় কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থক ওই গ্রামের কালু ভূঁইয়ার ছেলে দ্বীপ ভূঁইয়া ও হিদু ভূঁইয়ার ছেলে সিমন ভূঁইয়া তার বাবার সামনে ধূমপান করায় পরশ বিশ্বাসের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরশ বিশ্বাসকে চড়-থাপ্পড় মারে। এ ঘটনা পরশ বিশ্বাস তার বাবাকে জানালে বিএম লিয়াকত আলীর সমর্থকরা সংগঠিত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কামরুজ্জামান ভূঁইয়ার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে সংঘর্ষ বেধে গেলে কামরুজ্জামান ভূঁইয়ার সর্মথকরা গুলি ছোঁড়ে। এতে বিএম লিয়াকত আলীর সমর্থক মো. ওসিকুর ভূঁইয়া, হাকিম খন্দকার, মেহেদি বিশ্বাস ও লিমন ভূঁইয়াসহ ৬ জন গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওসিকুর ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS