মফস্বল ডেস্ক : ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৮ মে) সকাল ৯টার দিকে টাঙ্গাইলের কালিহাতীতে উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের নুয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আফজাল হোসেন ও আমির হোসেন। তাদের বাড়ি দিনাজপুরের পীরগঞ্জ উপজেলায়। নিহতরা সম্পর্কে খালাতো ভাই।
বীর বাসিন্দা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, সকালে কয়েকজন শ্রমিক হযরত আলীর জমিতে ধান কাটতে যান। এসময় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন আরও চরজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।