ভিডিও

বজ্রপাতে মা-ছেলেসহ প্রাণ গেল ৪ জনের 

প্রকাশিত: মে ১৮, ২০২৪, ০৪:০৯ দুপুর
আপডেট: মে ১৮, ২০২৪, ০৪:০৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

মফস্বল ডেস্ক : নরসিংদীর সদর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল পৌণে ১০টার দিকে সদর উপজেলার আলোকবালী উত্তরপাড়া এবং শহরতলীর হাজীপুরে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আলোকবালী উত্তরপাড়ার কামাল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৫০), তার ছেলে ইকবাল হোসেন (১২) এবং করম আলীর ছেলে কাইয়ুম মিয়া (২২) ও সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়ায় মোছলেহউদ্দিন (৫০)।

নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, নিহতরা ধান কাটার জন্য কৃষি জমিতে অবস্থান করছিলেন। এসময় বজ্রপাতের হলে শরিফা বেগম এবং তার ছেলে ইকবাল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যায় কাইয়ুম নামের অপরজন। এতে কামাল হোসেন নামে আহত আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাছাড়া হাজীপুরে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS