দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীসহ সেবা প্রার্থীদের ভোগান্তিমুক্ত করতে টাউট দালালসহ ২২ জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার (১৯ মে) সকাল থেকে প্রায় ৩ ঘন্টাব্যাপী অভিযান চালায় তারা।
তালিকায় রয়েছে দালাল এবং মেডিকেল রিপ্রেজেনটেটিভসহ টানাপার্টির কয়েকজন সদস্য। আটককৃতদের বিরুদ্ধে সেবা প্রার্থী রোগীদের বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম।
এসময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, কোতয়ালী থানার ইনচার্জ ফরিদ হোসেন, ইন্সপেক্টর এ.এফ.এম. মনিরুল মন্ডল মনিরসহ অন্যান্য কর্মকর্তারা। আটককৃতদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকালে আদালতে তুলে দিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
আটকৃতরা হলেন- চাঁন মিয়া (৩২), শফিকুল ইসলাম (৩৩), হাবিবুর রহমান (৩৬), শাহিন জামান (৩৫), শাওন মন্ডল (৩০), জুলকার নয়ন (২৭), আয়নাল হোসাইন (৩৪), মোস্তাক আহমেদ (৩০), হাবিবুল আরেফিন সোহাগ (২৯), ইদুল রহমান (২৯), রাশেদুল ইসলাম রাসেন (২৬), হাসিবুল আল আসাদ (৩০), রাশেদ আলী (৪০), নাহিদ হাসান (২৪), মাসুম বিল্লাহ (৩২), মোরসালিন ইসলাম (২৫), আনিসুর রহমান (৪০), আরেফিন আলী (৪০), তমাল রায় (২৬), রোজিনা খাতুন ওরফে কথা (৩০), শাহানা বেগম ওরফে শাহনাজ (৩৪) ও মোছা. বৃষ্টি (২৪)।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।